এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলী জনাব গোপাল কৃষ্ণ দেবনাথ
বিস্তারিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব গোপাল কৃষ্ণ দেবনাথ। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান এর স্বাক্ষরিত এক অফিস আদেশে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা জনাব গোপাল কৃষ্ণ দেবনাথ-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এর 'রুটিন দায়িত্ব' প্রধান করা হয়। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন অবসরোত্তর ছুটিতে যান গত ১৭ অক্টোবর ২০২৪খ্রি:।